কপিংপুল শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের নামের তালিকা, ফোন, ফ্যাক্স/ই-মেইল এর বিবরণঃ
ক্রমিক নং | কর্মকর্তা/কর্মচারীর নাম | পদবী | মোবাইল নম্বর | ফোন নম্বর |
১। |
|
|
|
|
২। | জনাব সুভাষ চন্দ্র শীল | প্রধান সহকারী তথা হিসাব রক্ষক | ০১৭১৫-৭০৬৩১১ | - |
৩। | জনাব অহিদুর রহমান | ঐ | ০১৭২৪-৪৫৮৫৫৮ | - |
৪। | জনাব মোবারক হোসেন | অফিস সহকারী | ০১৫৫৪-৩১৩১৫৯ | - |
কপিংপুল শাখার সিটিজেন চার্টারঃ
১। এই শাখার অধিনে (সি.আর.পি.সি মামলার সহীমুহুরী নকল সরবরাহ করা হয়) সংশিস্নষ্ট কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বরাবর আইনজীবি সহকারি/বাদী,বিবাদী সহিমুহুরী নকলের জন্য আবেদন করবেন। সাধারন আবেদনে ১০/-(দশ) টাকার কোর্ট ফি এবং জরম্নরী আবেদনের সাথে ১৬/-(ষাল) টাকার কোর্ট ফি জমা দিতে হয়।
২। সংশিস্নষ্ট কোর্ট হতে কপিংপুল শাখায় আবেদনসহ নথি প্রেরণ করা হয় ।
৩। নথি সংযুক্ত আবেদন দরখাসত্ম রেজিস্টার ভূক্তক্রমে কোর্ট ফি ও ফলিও হিসাব তৈরী করা হয়।
৪। আইনজীবি সহকারির অথবা আবেদনকারীর নকল প্রস্ত্তত করতে কত টাকার কোর্ট ফি ও ফলিও লাগবে তা জানার অধিকার থাকবে ।
৫। আইনজীবি সহকারি অথবা আবেদনকারী হিসাব মতে কোর্ট ফি/ফলিও কপিংপুল শাখায় জমা দিবেন।
৬। নকল প্রস্ত্ততক্রমে যাচাইঅমেত্ম প্রস্ত্ততকারক ও যাচাইকারক স্বাক্ষর করবেন ও সীল দেবেন।
৭। নকল প্রস্ত্ততক্রমে সংশিস্নষ্ট কোর্টে মূল নথি রেজিস্টারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করবেন।
৮। নকল সরবরাহ নিতে আবেদনকারী আবেদনের অপর পৃষ্ঠায় স্বাক্ষর দিয়ে নকল গ্রহণ করবেন।
কুমিল্লা জেলা কপিংপুল শাখার কাজকর্ম ও বিভিন্ন কাযাবলী যাহা জনসাধারণসম্পৃক্ত।জনসাধাণকে নিম্মোক্ত সেবা প্রদান করাহয়।
সি,এস শাখ (যাহা কালিয়াজুরীতে অবস্থিত) ঃ-
ক) সি.এস,চাকলা,দিয়ারা,পেটি ও তেরিজ খতিয়ানেরনকল।
খ) সি.এস ম্যাপেরমূলকপি।
গ) সকল ফৌজদারী ও রাজস্ব সংক্রান্ত মামলারনকল।
আর,এস,যাহা কালেক্টরেট বিল্ডিং এর ৩০৯ নং কক্ষেঅস্থিত ঃ-
ক) আর,এস ও পি,আর আর খতিয়ানেরনকল।
খ) বি,এস,খতিয়ানের নকল। (যেসকল মৌজা অত্র কায়ার্লয়েগৃহীত হইয়াছে।)
গ)বি,এস,ম্যাপের মূলকপি।
জেলা রেকর্ডরুমেররক্ষিত বিভিন্ন রেকর্ড পত্রাদির সইমোহর নকল পওয়ার জন্য জেলাপ্রশাসকের কাযার্লয়ের ৩০৯ নং কক্ষের (৩য় তলা) দরকাস্ত প্রতিদিন(ব্রহস্পতিবার বাদে)সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পযর্ন্তভারপ্রাপ্ত কমর্কর্তা রেকর্ডরুম এর কক্ষের সামনে আবেদন গ্রহণ করা হয়। আবেদন পত্রপ্রাপ্তির পর তাহা আর,আর,ডি,সি জেলারেকর্ডরুম শাখা কতৃর্কযাচই-বাছাইপূবক নকলের জন্য গৃহীত হয়।
ক) সাধারণ সময়েঅর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭ (সাত) দিনের মধ্যে পেতেচাইলে ঃ আবেদনে কোটর্ফি লাগবে ঃ ১০ (দশ) টাকা। প্রতি খতিয়ানের জন্যকোটর্ফি লাগবে ০১ (এক)টাকা।
খ) জরুরীভিত্তিতে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩ (তিন) দিনের মধ্যে পেতেচাইলে ঃ আবেদনে কোটর্ফি লাগবে ২০ (বিশ) প্রতি খতিয়ানের জন্য কোটর্ফিলাগবে ০২ (দুই) টাকা।
গ) মৌজা নকশার (ম্যাপ) জন্য সাধারণ আবেদনের ক্ষেত্রে ০৫(পাঁচ)টাকাজরুরীআবেদনের ক্ষেত্রে ১০ (দশ) টাকার কোটর্ফি দিয়ে আবেদন করতেহয়। আবেদনবিবেচনা করা গেলে নকশা প্রতি ১০০ (একশত) টাকার চালানজমা দিতে হয়। ম্যাপের চালানের১-৪৬৩৭-০০০১-১২২১মহাপরিচালক,ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর,তেজগাঁওঢাকা।
কপিংপুল শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের নামের তালিকা, ফোন, ফ্যাক্স/ই-মেইল এর বিবরণঃ
ক্রমিক নং | কর্মকর্তা/কর্মচারীর নাম | পদবী | মোবাইল নম্বর | ফোন নম্বর |
১। | বেগম ফেরদৌসী আক্তার | সহকারী কমিশনার | ০১৭১৪-৭৮৯৮৮১ |
|
২। | জনাব সুভাষ চন্দ্র শীল | প্রধান সহকারী তথা হিসাব রক্ষক | ০১৭১৫-৭০৬৩১১ | - |
৩। | জনাব অহিদুর রহমান | ঐ | ০১৭২৪-৪৫৮৫৫৮ | - |
৪। | জনাব মোবারক হোসেন | অফিস সহকারী | ০১৫৫৪-৩১৩১৫৯ | - |
জেলা প্রশাসকের কার্যালয়,কুমিল্লা
কক্ষ নং ৩০৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS