Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সাধারণ শাখা
Details

শাখাটি জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ২১৭ নং কক্ষে অবস্থিত ।


Citizen Service

 

সাধারণ শাখার সিটিজেন চার্টারঃ

 

ক্রঃ/নং-

সেবার ধরণ

সেবা প্রদানের সময়কাল

মন্তব্য

০১।

কেন্দ্রীয় পত্র গ্রহণ ও বিতরণ

২ দিন

জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষর সাপেক্ষে

০২।

কেন্দ্রীয় পত্র প্রেরণ

১ দিন

 

০৩।

এনজিও নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ

৩০ দিন (তদন্ত সাপেক্ষে)

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিদের্শনা মোতাবেক

০৪।

এনজিও প্রত্যয়ন পত্র প্রেরণ

৩০ দিন (তদন্ত সাপেক্ষে)

 

০৫।

সার ও বীজ সংক্রান্ত

অনধিক ৭ দিন

 

০৬।

কৃষি পুনর্বাসন সংক্রান্ত

মন্ত্রণালয়ের নিদের্শনা  ও অর্থ বরাদ্দ অনুযায়ী

 

০৭।

স’ মিল/রাইস মিল এর লাইসেন্স প্রদান সংক্রান্ত

তদন্ত সাপেক্ষে

 

০৮।

মুক্তিযুদ্ধ বিষয়ক

মন্ত্রণালয়ের নিদের্শনা  ও অর্থ বরাদ্দ অনুযায়ী

 

০৯।

হজ্জ বিষয়ক কার্যক্রম

মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা অনুযায়ী

 

১০।

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি ও বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা তহবিল(পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)

মন্ত্রণালয়ের নিদের্শনা  ও অর্থ বরাদ্দ অনুযায়ী

 

১১।

খাদ্য বিষয়ক

মন্ত্রণালয়ের নিদের্শনা  অনুযায়ী

 


Current Project

0


Duties

সাধারণ শাখার কর্মকান্ডের বিবরণঃ

ক) যে সকল দিবস উদযাপন করা হয়ঃ

    - বিশ্ব অটিজম দিবস

    - আন্তর্জাতিক পরিবেশ দিবস

    - বিশ্ব পানি দিবস

    - জাতীয় সমবায়  দিবস

    - জাতীয় যুব দিবস 

     - বিশ্ব প্রতিবন্ধী দিবস

     - বিশ্ব খাদ্য দিবস

     - বিশ্ব পর্যটন দিবস

     - বিশ্ব সাদাছড়ি দিবস  

সাধারণ শাখার ২০১৩-২০১৪ অর্থবছরের কর্মকান্ডের বিবরণঃ

       

সাধারণ শাখা জেলা প্রশাসকের একটি অন্যতম গুরম্নত্বপূর্ণ শাখা। এ শাখা হতে বিভিন্ন গুরম্নত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন হয়ে থাকে। নিম্নে এ শাখার কার্যক্রমের কিছু বিষয় তুলে ধরা হলো।

       

 

ক)        দিবস উদ্যাপনসমূহ ঃ

            -  বিশ্ব অটিজম দিবস।

            - আমত্মর্জাতিক পরিবেশ দিবস।

            - বিশ্ব পানি দিবস।

            - জাতীয় সমবায়  দিবস।

            -  জাতীয় যুব দিবস ।

            - বিশ্ব এ্যাক্রিডেটেশন দিবস

            - বিশ্ব পর্যটন দিবস।

            - জাতীয় স্যানিটেশন সপ্তাহ।

            - বিশ্ব খাদ্য দিবস।

 

 

 

খ)         মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ও দাফন-কাফন বাবদ অর্থ বিতরণঃ

            -  মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণঃ এ বাবদ মন্ত্রণালয় হতে অর্থ বরাদ্দ ১৫,১১,৪৬,০০০/-টাকা,

                জেলার ৭৩৬৯ জন ভাতা ভোগীর মাঝে ১০/০৬/২০১৪খ্রিঃ তারিখ পর্যমত্ম ১৩,২৬,৪২,০০০/- টাকা বিতরণ

              করা হয়েছে। অবশিষ্ট অর্থ বিতরণের অপক্ষায় রয়েছে।

 

-  ২০১৩-১৪ অর্থ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে দাফন-কাফন ব্যয় বাবদ - ১১,৭৯,৯০০/- টাকা বরাদ্দ

    পাওয়া গেছে।  ৯৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৭,৯০,০০০/-টাকা বিতরণ করা হয়েছে। আরও    

    আবেদনকারীর তালিকা প্রস্ত্তত করা হচ্ছে।       

 

গ)         ২০১৪ সালে সরকারী ভাবে হজ্জের আবেদন গ্রহণ ও কার্যক্রমঃ

            - দলগত হজ্জ যাত্রীর আবেদন - ১০ টি

            - একক হজ্জ যাত্রীর আবেদন  - ১০ টি

            -  মোট = ২০ টি হজ্জ যাত্রীর আবেদন গ্রহণ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

 

ঘ)         নৃতাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন সহায়তা বাবদ ২০১৩-১৪ অর্থবছরে অর্থ বরাদ্দঃ

 

            ২০১৩-১৪ অর্থবছরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন সহায়তা বাবদ প্রধান মন্ত্রীর কার্যালয় হতে অর্থ বরাদ্দ ও ব্যয়

            কুমিলস্না জেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত আদর্শ সদর, বরম্নড়া ও সদর দক্ষিন ০৩টি উপজেলার প্রকল্প   

            বাসত্মবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫/১২/২০১৩খ্রিঃ তারিখের পত্রে নিম্নবর্ণিত অর্থ বরাদ্দ প্রদান করা  

            হয়েছে।

 

            -  আদর্শ সদর উপজেলা                   = ৪,০০,০০০/- টাকা

            -  কুমিলস্না সদর দক্ষিন উপজেলা                    = ৩,০০,০০০/- টাকা।

            - বরম্নড়া উপজেলা                         = ৪,০০,০০০/-

 

বরাদ্দকৃত অর্থে উক্ত উপজেলা সমূহে কমিনিউনিটি সেন্টার ও ধমীয় প্রতিষ্ঠান নির্মাণ/সংস্কার, শিক্ষাবৃত্তি এবং       

আয়বর্ধনমূলক প্রকল্প যেমন - গরম্ন পালন, মৎস্য চাষ প্রকল্প, সেলাই প্রকল্প ইত্যাদি প্রকল্পের কার্যক্রম পরিচালিত  

হচ্ছে।

ঙ)         কৃষি পুনর্বাসন কর্মসূচীঃ

            - কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১/২০১৪-১৫ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধান চাষে

              প্রণোদনার লক্ষে ÿুদ্র ও প্রামিত্মক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরাহের ব্যয় জন্য

              ২,২০,৪২,৭৬৩/- (দুই কোটি বিশ লক্ষ বিয়ালিস্নশ হাজার সাতশত তেষট্টি) টাকা বরাদ্দ পাওয়া গেছে।

               উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে - ২,২০,৩৭,৭৬৩/-  টাকা বিতরণ করা হয়েছে ।

            - কৃষি উপকরণ সহায়তা কার্ড বাবদ ২০১৩-২০১৪ অর্থ বছরে ২২,১৩,০৩০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে ।

              উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বিতরণ  সমুদয় অর্থ বিতরণ করা হয়েছে। 

চ)         শহীদ জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান ফাউন্ডেশন তহবিল হতে বৃত্তি/অনুদান প্রদানঃ

- ২০১৩-১৪ অর্থ বছরে কুমিলস্না জেলার মেধাবী ও গরিব ছাত্র-ছাত্রীসহ অস্বচ্ছল ব্যক্তিদের ২৪ জনকে           

   মোট ১,৬৬,০০০/- টাকা আর্থিক অনুদান জেলা প্রশাসক, কুমিলস্নার মাধ্যমে বিতরণ করা হয়েছে।

ছ)         সার ও বীজ মনিটরিং সংক্রামত্ম কার্যক্রমঃ

            - মাসিক জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার মাধ্যমে জেলার সার পরিস্থিতি, সার বিতরণ, সার ডিলার

              নিয়োগ ইত্যাদি বিষয় পর্যালোচনা ও সিদ্ধামত্ম গ্রহণ করা হয়।

            - ভর্তুকির আওতায় বরাদ্দপ্রাপ্ত টিএসপি, এমওপি ও ডিএপি সার উপজেলা নির্বাহী অফিসারদের চাহিদার

             ভিত্তিতে ডিলারদের মাঝে পুনঃ বরাদ্দ করা হয়।

            - জেলার চাহিদা অনুযায়ী বিসিআইসি হতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত ইউরিয়া সার উপজেলা পর্যায়ে পুনঃ বরাদ্দ

              করা হয়।

জ)        মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন পরিচালনা সংক্রামত্ম কার্যক্রমঃ

            - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত

  তফসীল অনুযায়ী ০৪/০৬/২০১৪খ্রিঃ তারিখ কেন্দ্রীয় কমান্ড, জেলা কমান্ড ও উপজেলা কমান্ড নির্বাচন

  সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

- কেন্দ্রীয় কমান্ডের ১৬৩ জন প্রার্থীসহ কুমিলস্না জেলা কমান্ড ও ১৬টি উপজেলা কমান্ডের নির্বাচন শেষে নির্ধারিত 

  সময়ে ফলাফল প্রকাশ করা হয়েছে।

- জেলার মোট মুক্তিযোদ্ধা ভোটার সংখ্যা ৬৬৮৫ জন।

ঝ)         সাধারণ শাখার অন্যান্য বিবিধ কার্যক্রমঃ

            - নির্বাচন, ভোটার আইডি কার্ড সংক্রামত্ম

- মৎস্য ও পশুপালন সংক্রামত্ম

            - যুব উন্নয়ন সংক্রামত্ম

            - বৃÿরোপণ সংক্রামত্ম

            - বাসা বরাদ্দ সংক্রামত্ম

            - পরিবেশ ও বন উন্নয়ন সংক্রামত্ম

            - পর্যটন সংক্রামত্ম

            - হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংখ্যা লঘু সম্প্রদায় সংক্রামত্ম

 

সাধারণ শাখার কার্যক্রম নিম্নলিখিত আইন, অধ্যাদেশ, বিধি-বিধান, প্রজ্ঞাপন ও ম্যানুয়্যাল ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়ে থাকেঃ

 

            ১। সার বিতরণ ও ডিলার নিয়োগ সমন্বিত নীতিমালা -২০০৯।

            ২। বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান সংক্রামত্ম পরিপত্র নং ২৯/২০০৭

            ৩। Tourist Spot চিহ্নিতকরণের লÿÿ্য কমিটি গঠন সংক্রামত্ম প্রজ্ঞাপন নং ৩১৮/২০০৭

            ৪। অফিসিয়াল পাসপোর্ট ইস্যু সংক্রামত্ম পরিপত্র নং- ১০২৫/২০১০

            ৫। বন্য প্রাণী দ্বারা আক্রামত্ম মানুষের জানমালের ÿতিপূরণ নীতিমালা- ২০১০

            ৬। বাংলাদেশ পরিবেশ সংরÿণ আইন ১৯৯৫ এবং পরিবেশ সংরÿণ বিধিমালা ১৯৯৭ এর বিভিন্ন  বিধানের

                 ÿমতা অর্পণ সংক্রামত্ম পরিপত্র।

            ৭। বিভিন্ন জাতীয় ও আমর্ত্মজাতিক দিবসের কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি

                কর্মকর্তাগণের উপস্থিতি সংক্রামত্ম পরিপত্র নং- ১৩১/২০১১।

            ৮। প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন/সৎকার ব্যয় নির্বাহের জন্য অনুদান প্রদান সংক্রামত্ম পরিপত্র নং-    

                ৮৯৬/২০০৬


Contact
জেলা প্রশাসকের কার্যালয়,কুমিল্লাকক্ষ নং-২১৭ফোন নম্বর- ০৮১- ৬০৩২৫মোবাইল নং- ০১৭৩৩-৩৫৪৯১৪
Image
www.comilla.gov.bd/dcoffice_section/587b0226_2149_11e7_8f57_286ed488c766/orga.png
Acting Officer