আই সি টি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের নামের তালিকা, ফোন, ফ্যাক্স/ই-মেইল এর বিবরণ:
ক্রমিক নং |
কর্মকর্তা/কর্মচারীর নাম |
পদবী |
মোবাইল নম্বর |
ফোন নম্বর |
|
Amit Datta | Assistant Commissioner | 01733354918 |
প্রশাসকের কার্যালয়ে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালাঃ
আইসিটি বিষয়ক প্রশিক্ষণঃ
· জেলা প্রশাসনের স্থানীয় উদ্যোগে ২০১৩ সালে ২টি ব্যাচে ৩৮ জন কর্মচারীকে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়
· এছাড়াও জেলা প্রশাসনের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় ই-সেবা পদ্ধতির উপর ১৭-০৯-২০১৩ হতে ২০-০৯-২০১৩ তারিখ পর্যন্ত ০৪ দিন ব্যাপী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়
· জেলা পর্যায়ের ৩০টি সরকারি অফিসের প্রতিনিধিকে ৩০-০৭-২০১৩ হতে ০১-০৮-২০১৩ খ্রি. তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইউজার সিকিউরিটি ও পোর্টাল রিফ্রেসার্স শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়
· আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী’র আওতায় জেলার শিক্ষকদের ২৯-০৫-২০১৩ থেকে ২৭-০৬-২০১৩ তারিখ পর্যন্ত ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়
· এ বছরের শুরুতেই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের ৩৫ জন উদ্যোক্তা কে লার্নিং ও আর্নিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিগত বছরে আরো ৬০ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়
· এছাড়াও ২০১৩ সালে এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস-রিচিংদ্যা আনরচিড; ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার (ইউ.আই.এস.সি) প্রকল্পের অধীন তিন জেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের ২৪ জন উদ্যোক্তা পরিচালকদের জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লায় ০৭ (সাত) দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়
· জেলা প্রশাসনের সকলকর্মচারীকে যেকোন প্রয়োজনে জেলাপ্রশাসকের আইসিটি ল্যাব অথবা কার্যালয়ে কর্মরত অভিজ্ঞ অন্য কর্মচারী থেকে রশিক্ষণ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
আইসিটি বিষয়ক কর্মশালাঃ
· জেলা ও উপজেলা পর্যায় ইনোভেশন টিমের সদস্যদের জন্য ০৯-০৭-২০১৩ তারিখে এক দিনের “ ইনোভেশন ইন সার্ভিস ডেলিভারি” বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়
· “হাই-টেক পার্ক শিল্পের গুরুত্ব, বিকাশ ও আইসিটি স্কীলড জনগোষ্ঠীর ভবিষ্যত করণীয়”- এ বিষয়ের উপর ২২-১-২০১৪ হতে ২৩-০১-১৪ পর্যন্ত দুইদিন ব্যাপী সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।
· তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিতরণের উদ্দেশ্যে ২-৪-১৪ হতে ৩-৪-১৪ পর্যন্ত দুই দিন ব্যাপী কর্মশালার আয়োজন
· দেশব্যাপী একযোগে ১১-০৫-২০১৪ তারিখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে “ফ্রিল্যান্সার টু অন্টারপ্রনর” কর্মসূচীর উদ্বোধন করা হয়।
· জেলা পর্যায়ে গ্রীনবিল্ডিং টেকনোলজি ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১-০৫-২০১৪ তারিখে ১ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়
· “ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রনর” কর্মসূচীর আওতায় পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে।
জেলা ওয়েব পোর্টালঃ
জেলা ওয়েব পোর্টালের সাথে জেলার ১৬টি উপজেলা ও ১৮৫টি ইউনিয়নের ওয়েব পোর্টাল যুক্ত।
· জেলা ওয়েব পোর্টালে জেলার ৬০টি সরকারী অফিসের হালনাগাদ তথ্য সংযুক্ত
v ১৬টি উপজেলার মোট ৪৩৫টি সরকারী অফিসের হালনাগাদ তথ্য সংযুক্ত
v সমগ্র জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এর হালনাগাদ তথ্য সংযুক্ত
v ওয়েব পোর্টাল হালনাগাদকরণ ও তথ্যের অসম্পূর্ণতা দূরীকরণের জন্য জেলা প্রশাসনেরস্থানীয়উদ্যোগেজেলা প্রশাসকের আইসিটি ল্যাবে ০৯-১৭ মার্চ’১৪, ০৫-১১ মে’১৪ এবং ২-১৮ জুন’১৪ তিন দফায় সকল উপজেলার উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা পরিচালিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলাঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার সম্প্রসারণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল সেবা প্রদর্শনের জন্য কুমিল্লা জেলায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ২০১৩ সালে ০৭-০৯ জুলাই এবং ২০১৪ সালে ০৯-১১ মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়।
0
কুমিল্লা জেলায় আইসিটি কার্যক্রম
জেলা প্রশাসনের সকল সেবা এখন ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায়।বর্তমানে জেলা ওয়ান-স্টপসার্ভিসসেন্টার এর মাধ্যমে সকল প্রকার নাগরিক, দাপ্তরিক ও খতিয়ানের নকলের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং কম্পিউটারাইজড খতিয়ান সরবরাহ করা হয়।বিগত এক বছরে অনলাইনে পত্র গ্রহণ বেড়েছে ৯৫% এবং নকল আবেদন গ্রহণের হার গড়ে বেড়েছে ৮% ।অনলাইনে নকলের আবেদন গ্রহণ করায় জনগণ কে দ্রুততর সেবা প্রদান সম্ভব হয়েছে। মার্চ’১৪ মাসে মোট ১,৮০৫ টি, এপ্রিল’১৪ মাসে মোট ১,৮৫৫ টি এবং মে’১৪ মাসে মোট ১৬৪৫টি নকলের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি করা হয়।
জনগণকে সুস্পষ্ট তথ্য নির্ভর মৌখিক সেবা প্রদান করার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর প্রতি জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক হতে অক্টোবর’১৩ হতে মে’১৪ পর্যন্ত মোট ২৩,৫২৫ জনকে মৌখিক সেবা প্রদান করা হয় এবং সেবাগ্রহীতার সংখ্যায় ১৭% বৃদ্ধি পরিলক্ষিত হয়।
সরকারী অফিসে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রক্রিয়ার অংশ হিসেবে চালুকৃত জাতীয় ই-সেবা সিস্টেম তথা NESS ব্যবহারে কুমিল্লা অগ্রগামী ভূমিকা রেখেছে।জাতীয় রেঙ্কিং এ কুমিল্লা বরাবরই প্রথম স্থান অধিকার করে।জাতীয় র্যাঙ্কিং এ মার্চ’২০১৪ মাসে কুমিল্লাজেলারপ্রাপ্তসর্বোচ্চনম্বর ৯৩.৮৬ যাএযাবৎ NESS এরসর্বোচ্চ নম্বর। জুন’১৪ মাসে NESS ব্যবহারকারী মোট ৬৬ জন যা ফেব্রুয়ারী’১৪ এর চেয়ে ৫৩% বৃদ্ধি পেয়েছে। জাতীয় ই সেবা সিস্টেম নতুন ইউজার তৈরী এবং ব্যবহারকারীগণের আইডি এবং পাসওয়ার্ড সহ সকল কার্যক্রম আইসিটি শাখা হতে সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়উদ্যোগে২০১৩ সালে ২টিব্যাচে৩৮জনকেতথ্য-প্রযুক্তিবিষয়কপ্রশিক্ষণপ্রদানকরাহয়। আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী’র আওতায় জেলার শিক্ষকদের ২৯-০৫-২০১৩ থেকে ২৭-০৬-২০১৩ তারিখ পর্যন্ত ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া ২০১৪ সালের শুরুতেই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের ৩৫ জন উদ্যোক্তা কে লার্নিং ও আর্নিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিগত বছরে আরো ৬০ জন উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
কুমিল্লা জেলায় মোট ১৮৫ টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র আছে। ধারাবাহিকতা বজায় রেখে সারা দেশের শীর্ষ উপার্জনকারীদের মাঝে কুমিল্লা জেলার বিভিন্ন ইউআইএসসি উদ্যোক্তারাবরাবরই অবস্থান করে। মাসে প্রতিUISC সেন্টার থেকে গড়ে ৭০-১০০ জন সেবাগ্রহীতা স্কাইপে দেশ-বিদেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। গড়ে প্রতিUISC সেন্টার থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন ৪০ টি লেনদেন সম্পন্ন হয়। ২০১৩ সালে কুমিল্লা জেলার সকলUISC সেন্টার থেকে মোট দুই লক্ষ আটান্ন হাজার দুইশ চৌদ্দ জন সেবা গ্রহণ করেন। এছাড়াও ২০১৩ সালে সরকারী ও বেসরকারীভাবে বিদেশে চাকুরী প্রার্থী মোট বত্রিশ হাজার সাতশ নব্বই জনের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এসকল UISC সেন্টার এর মাধ্যমে। ইউআইএসসি এর সকল কার্যক্রম আইসিটি শাখা হতে মনিটরিং করা হয়।
কুমিল্লা জেলার হালনাগাদ তথ্য সংবলিত জেলা ওয়েব পোর্টাল আছে।এর সাথে জেলার ১৬টি উপজেলা ও ১৮৫টি ইউনিয়নের ওয়েব পোর্টাল যুক্ত। জেলা পর্যায়ের ৬০টি সরকারী অফিসের হালনাগাদ তথ্যসহ ১৬টি উপজেলার মোট ৪৩৫টি সরকারী অফিসের এবং শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এর হালনাগাদ তথ্য এ ওয়েব পোর্টালে সংযুক্ত। ওয়েব পোর্টাল হালনাগাদকরণ ও তথ্যের অসম্পূর্ণতা দূরীকরণের জন্য জেলা প্রশাসনেরস্থানীয়উদ্যোগেজেলা প্রশাসকের আইসিটি ল্যাবে ০৯-১৭ মার্চ’১৪, ০৫-১১ মে’১৪ এবং ২-১৮ জুন’১৪ তিন দফায় সকল উপজেলার উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা পরিচালিত হয়।
শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারঃ
শিক্ষায় তথ্য প্রযুক্তি এই মূল মন্ত্র ধারণ করে“মাল্টিমিডিয়া ক্লাসরুম” ও “শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট তৈরী” নামে মডেলের আওতায় কুমিল্লা জেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
·কুমিল্লা জেলার মোট ২১০ জন মাধ্যমিক শিক্ষক কে“শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট তৈরী” মডেলের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
·“মাল্টিমিডিয়া ক্লাসরুম” মডেলের আওতায় মোট ৮২ টি মাধ্যমিক স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে এবং এ সকল ল্যাব এ ১৮,৬১৮ জন শিক্ষার্থী ও ৯১৩ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
·৩৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে।
·১৩৯২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সেবা কে জনগণের দারগোড়ায় পৌছানোর অংশ হিসেবে ফেসবুকে ১৪ জানুয়ারি ২০১৪ তারিখে কুমিল্লা জেলা প্রশাসনের একটি পেজ খোলা হয়।উক্ত পেজ এ জেলা প্রশাসনের কর্মকান্ডের হালনাগাদ তথ্য নিয়মিত সরবরাহ করা হয় https://www.facebook.com/comilladistrictadministration
একনজরে কুমিল্লা জেলার ই-সেবা কার্যক্রমঃ
NESS র্যাঙ্কিং |
সর্বোচ্চ নম্বর |
জানুয়ারি-২০১৪ |
৯০.৯ |
ফেব্রয়ারি-২০১৪ |
৯০.১৮ |
মার্চ-১৪ |
৯৩.৮৬* |
* ০৬-০৩-২০১৪ তারিখে প্রাপ্ত নম্বর যা NESS কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ নম্বর
|
সেপ্টেম্বর'১৩ |
জুন’১৪ |
অনলাইনে প্রতিদিন গড় পত্র গ্রহণ |
৩১ |
৮৫ |
অনলাইন ব্যবহারকারী |
৪৩ |
৬৬ |
|
নভে'১৩ |
ডিসে'১৩ |
জানু'১৪ |
ফেব্রু'১৪ |
মার্চ’১৪ |
এপ্রিল’১৪ |
মে’১৪ |
জুন’১৪ |
বৃদ্ধিরহার (নভেম্বর’১৩-এপ্রিল’১৪) |
অনলাইনে পত্র গ্রহণ |
৯০২ |
১১২৭ |
৯৪৫ |
১৩১১ |
১০৯১ |
১২৮২ |
১১৮৭ |
১২৩৫ |
৪২% |
নথি সম্পন্ন |
৪৬৭ |
৮৫৮ |
৯৬১ |
৯৬২ |
৮১৪ |
৫৩৭ |
-* |
-* |
১৫% |
পত্রজারী |
১৪৪ |
৩১৯ |
৪৯২ |
৮২৪ |
৭৮২ |
৩৫৬ |
-* |
-* |
১৪৭% |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS